চাঁদের বুকে একসময় মানবসভ্যতা গড়ে উঠেছিল—এমন চাঞ্চল্যকর দাবি করেছেন এক বিজ্ঞানী। তাঁর মতে, শিগগিরই নভোচারীরা চাঁদের পৃষ্ঠে সেই হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন আবিষ্কার করবেন। ভূতত্ত্ববিদ ও লেখক গ্রেগ ব্রেডেন সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট হোস্ট জো রগানের সঙ্গে আলাপচারিতায় বলেন, স্নায়ু যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন চাঁদের এ ধরনের প্রমাণ গোপন রেখেছিল। তবে ব্রেডেন জানান, নতুন মহাশক্তি হিসেবে আবির্ভূত হওয়া চীন ও ভারত তাদের আসন্ন চন্দ্র অভিযানে যে তথ্য পাবে তা সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা করছে। তাদের মহাকাশযান ও রোভার থেকে প্রাপ্ত ভিডিও জাতীয় টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্পেস এজেন্সির অ্যাপে দেখানো হবে। চীনের চ্যাং’ই–৭ মিশন উৎক্ষেপণের সম্ভাবনা ২০২৬ সালে, আর ভারতের চন্দ্রযান–৪ মিশনের লক্ষ্য ২০২৮ সাল। উভয় দেশ ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষসহ মিশন পাঠানোর পরিকল্পনা করছে। ব্রেডেন...