প্রযুক্তিবিষয়ক সাইট WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা 2.25.28.12 সংস্করণে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। সেটিংসে যুক্ত হয়েছে ‘Username Reservation’ অপশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা আগেভাগেই নিজেদের পছন্দের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন। তবে বর্তমানে এটি কেবল ইউজারনেম লক করার সুযোগ দিচ্ছে, বার্তা পাঠানো বা অন্যান্য পরিষেবা চালু হয়নি। কোম্পানিটি জানিয়েছে, স্থিতিশীল (স্টেবল) সংস্করণে দেওয়ার আগে বিটা ভার্সনে ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। ফলে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে কিছুটা সময় লাগতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে,...