অনলাইনে পরিচয়ের ফাঁদে পড়ে বিপুল অর্থ হারালেন ভারতের বেঙ্গালুরুর এক স্কুলশিক্ষিকা। পুলিশ জানিয়েছে, এক বিদেশি নাগরিক সেজে প্রতারণা করে ওই শিক্ষিকার কাছ থেকে ২ কোটি ২৭ লাখ রুপিরও (প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা) বেশি হাতিয়ে নিয়েছে এক প্রতারক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী ওই শিক্ষিকা বিধবা এবং তাঁর এক ছেলে রয়েছে, যিনি তাঁর সঙ্গে থাকেন না। একাকিত্ব কাটাতে এবং জীবনসঙ্গী খুঁজতে তিনি একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে নাম নথিভুক্ত করেন। অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে ওই সাইটের মাধ্যমে আটলান্টায় বসবাসকারী মার্কিন নাগরিক পরিচয়দানকারী আহান কুমার নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। নিজেকে তুরস্কের ইস্তাম্বুলে একটি তেল-খনন কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন তিনি। প্রতিদিন কথা বলতে বলতে ধীরে ধীরে...