সারাদিনের ক্লান্তি শেষে নরম বালিশে মাথা রাখা মানেই স্বস্তির ঘুম। তবে জানেন কি, প্রতিদিন ব্যবহার করা এই সঙ্গীটি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর সব রোগের উৎস? বিশেষজ্ঞরা বলছেন, পুরনো বালিশে জমা থাকে ধুলা, ঘাম, ত্বকের মৃত কোষ ও বিভিন্ন জীবাণু। এই অদৃশ্য শত্রুরাই ডেকে আনতে পারে একাধিক জটিল শারীরিক সমস্যা। বালিশে লুকিয়ে থাকা অদৃশ্য শত্রুবিশেষজ্ঞদের মতে, একটি ব্যবহৃত বালিশের ওজনের প্রায় এক-তৃতীয়াংশই হতে পারে ধুলার কিট বা ডাস্ট মাইট, মৃত কোষ, ছত্রাক এবং ব্যাকটেরিয়া দিয়ে ভরা। খালি চোখে এদের দেখা না গেলেও শ্বাস-প্রশ্বাস এবং ত্বকের সংস্পর্শে এসে এরা আমাদের শরীরে নানা ক্ষতিকর প্রভাব ফেলে। স্বাস্থ্যঝুঁকিগুলো কী কী?পুরনো বালিশে জমা হওয়া এই উপাদানগুলো একাধিক শারীরিক সমস্যার কারণ হতে পারে: অ্যালার্জি ও শ্বাসতন্ত্রের সমস্যা: পুরনো বালিশে জমা ডাস্ট মাইট মানুষের মৃত ত্বক খেয়ে...