গাজায় যুদ্ধবিরোধী চুক্তির আওতায় ইসরাইলের কারাগার থেকে ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তি চায় হামাস। বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রতিদ্বন্দী হওয়া সত্ত্বেও ফাতার আলোচিত নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তির দাবি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বন্দি বিনিময়ের অংশ হিসেবে আহমদ সাদাত, ইব্রাহিম হামিদ ও আব্বাস আল সায়েদের মতো হাই-প্রোফাইল ফিলিস্তিনিদেরও ফেরত চেয়েছে হামাস। ইসরাইলি কারাগারে বন্দিদের বর্তমান পরিস্থিতিদশকের পর দশক ধরে কারণে-অকারণে ফিলিস্তিনিদের আটক করছে ইসরাইল। দেশটির বিভিন্ন কারাগারে বর্তমানে বন্দী প্রায় ১০,০০০ ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত ৩০৩ জন ভোগ করছেন যাবজ্জীবন সাজা। অনেককে আটকে রাখা হয়েছে বিনা বিচারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব অনুযায়ী, অন্যান্য বন্দির পাশাপাশি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জনকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরাইল। তেলাবিবের বিভিন্ন গণমাধ্যম বলছে, এর মধ্যেই বেশ কয়েকজন হাই-প্রোফাইল ফিলিস্তিনির মুক্তির দাবি জানিয়েছে হামাস। হামাসের দাবি...