মাথার টাক নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। চুল কমে যাওয়ায় মাথার মাঝের অংশ ফাঁকা বা পাতলা হয়ে গেলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করানোর খরচ ও ঝক্কি অনেকের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে টাক ঢাকানোর বিকল্প পদ্ধতি হিসেবে দেখা দিয়েছে ডার্মা রোলার থেরাপি। সঠিকভাবে ব্যবহৃত হলে এটি টাকেও নতুন চুল গজাতে সাহায্য করতে পারে এবং পাতলা চুলের ঘনত্ব বাড়াতে সক্ষম। ডার্মা রোলার ট্রিটমেন্ট মূলত আকুপাংচারের নীতির মতো, যেখানে সূক্ষ্ম সুচ ধীরে ধীরে মাথার ত্বকে ঘোরানো হয়। এতে রক্ত সঞ্চালন বেড়ে চুলের গোড়াগুলি উজ্জীবিত হয় এবং কেরাটিন প্রোটিনের উৎপাদন বৃদ্ধি পায়। এই প্রক্রিয়ায় হেয়ার ফলিকল সক্রিয় হয়ে নতুন চুল গজায়। ডার্মা রোলারে সাধারণত দুই ধরনের সুচ থাকে— মাইক্রোনিডল এবং ন্যানোনিডল। সূচের মাপ ০.৫ মিলিমিটার থেকে ২ মিলিমিটার পর্যন্ত...