শহর হোক বা মফস্বল, আধুনিক জীবনযাত্রার চাপে মানুষের শরীর ক্রমে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এ সুযোগেই হৃৎপিণ্ডের ধমনীতে জমতে থাকে চর্বি, যা নীরব ঘাতক হিসেবে কাজ করে। তবে বিপদ পুরোপুরি অপ্রত্যাশিত নয়—শরীর অনেক আগে থেকেই দেয় ছোট ছোট সংকেত। এই সংকেত চিনে নিলে বহু মানুষের জীবন-মরণে তফাৎ গড়ে দেয়। হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন, ধমনী ব্লক বা করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে হৃদপেশিতে অক্সিজেনের অভাব নানা উপসর্গের মাধ্যমে প্রকাশ পায়। নিচে সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো তুলে ধরা হলো: হৃদরোগের সবচেয়ে পরিচিত উপসর্গ। তবে এটি ছুরি দিয়ে কেটে দেওয়ার মতো ধারালো নয়, বরং বুকের গভীরে চেপে বসা চাপ বা ভারী বোঝার মতো অনুভূতি হয়। প্রায়শই বুকে অনুভূত ব্যথা বাঁ কাঁধ, বাহু, ঘাড় বা চোয়ালের দিকে ছড়িয়ে পড়ে। শারীরিক পরিশ্রম যেমন দ্রুত হাঁটা বা সিঁড়ি ওঠার সময় শুরু...