অপারেশন থিয়েটারের উজ্জ্বল আলো, যন্ত্রপাতির টুংটাং শব্দ এবং নাকে ভেসে আসা ওষুধের গন্ধ—এই পরিবেশই যথেষ্ট যে কোনও রোগীকে বিচলিত করার জন্য। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এমন মুহূর্তে যদি রোগী হঠাৎ তাঁর ছেলেবেলার কোনও গল্প বলা শুরু করেন, অনেক অভিজ্ঞ চিকিৎসকই অস্ত্রোপচার স্থগিত করতে পারেন। প্রথমত, চিকিৎসকদের রোগীর মানসিক অবস্থা বুঝে কাজ করতে হয়। অপারেশনের আগে রোগীর মন অত্যন্ত সংবেদনশীল থাকে। শৈশবের স্মৃতিচারণা মনোবিদরা ‘রিগ্রেশন’ বা পশ্চাদপসরণ হিসেবে ব্যাখ্যা করেন। অর্থাৎ, রোগী বর্তমানের চাপের মুহূর্ত থেকে মানসিকভাবে শৈশবের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে চান। চিকিৎসক এই অবস্থায় রোগীর শারীরিক ও মানসিক স্থিতি নিয়ে নতুনভাবে বিবেচনা করতে বাধ্য হন। দ্বিতীয়ত, অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ অ্যানেসথেসিয়ার প্রভাবকে প্রভাবিত করতে পারে। চিকিৎসাবিজ্ঞানের মতে, মানসিক চাপ মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য পরিবর্তন করে, যা ওষুধের কার্যকারিতার অনিশ্চয়তা তৈরি...