হার্ট অ্যাটাক মানেই আজীবন ক্ষতিগ্রস্ত হৃদপেশি এবং পরবর্তীতে হার্ট ফেলিওরের ঝুঁকি—এই ধারণা শীঘ্রই অতীত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান দিয়েগো-এর বিজ্ঞানীরা এমন এক যুগান্তকারী ইঞ্জেকশন আবিষ্কার করেছেন, যা হার্ট অ্যাটাকের পর মাত্র কয়েক মিনিটে হৃদযন্ত্রকে ভিতর থেকে সারিয়ে তুলতে সক্ষম। গবেষকদের দাবি, একমাত্র এই ইঞ্জেকশনই ক্ষতিগ্রস্ত কোষ পুনরুজ্জীবিত করতে পারে এবং দীর্ঘমেয়াদে হৃদপেশির স্থায়ী ক্ষতির হাত থেকে রক্ষা করে। চিকিৎসাবিজ্ঞানে এটি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বর্তমানে হার্ট অ্যাটাকের পর রোগীর জীবন বাঁচাতে অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করা হয়। তবে এই পদ্ধতিতে অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হৃদপেশি পুনরায় স্বাভাবিক হয় না। ফলে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত অংশে ‘স্কার’ তৈরি হয়, যা হৃৎপিণ্ডের পাম্পিং ক্ষমতা কমিয়ে দেয়। নতুন গবেষণায় বিজ্ঞানীরা একটি ‘প্রোটিন-লাইক পলিমার’ (পি এল পি) তৈরি...