দুর্ভাগ্যজনক ওই রাতে আলি জানালার পাশ থেকে পড়ে যান। চোর তাঁর শরীরের উপর আছড়ে পড়ায় মাথার হাড় চুরমার হয়ে যায় তাঁর। “আমি যেন চোরের জন্য এয়ারব্যাগের কাজ করেছি,” জানিয়েছেন আলি। তবে চোর এখনও ধরা যায়নি। দুর্ঘটনার পর ছয় মাস ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কাটান আলি। পরবর্তী দুই বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার চলেছে। যদিও প্রাণ বাঁচলেও ভাঙা খুলি তাঁকে দীর্ঘদিন অসহ্য যন্ত্রণার মধ্যে রেখেছিল। মাথার বিকৃত আকৃতির কারণে মানুষ তাঁকে বিদ্রূপ করত, তাই সবসময় টুপি পরে থাকতে হতো। অবশেষে চিকিৎসকেরা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে টাইটেনিয়ামের কৃত্রিম খুলি তৈরি করেন। এটি নিখুঁতভাবে আলির মাথার বাকি অংশের সঙ্গে যুক্ত করা হয়। জটিল অস্ত্রোপচার সফল হয় এবং আলি ফিরে পান স্বাভাবিক...