এক সপ্তাহের মধ্যে গেজেট জারির সম্ভাবনা, নিরসন হবে নানা জটিলতার * সাবরেজিস্ট্রাররা পদোন্নতি পাবেন একেবারে শীর্ষপদ আইজিআর পর্যন্ত অবশেষে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা প্রথমবার নিজস্ব নিয়োগবিধি পেতে যাচ্ছেন। নিবন্ধন অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৫ নামে শিগ্গিরই গেজেট প্রকাশ করবে আইন মন্ত্রণালয়। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গেজেটটি জারি হলে দেশ স্বাধীনের ৫৪ বছরসহ রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের দীর্ঘ ইতিহাসে বড় একটি সাফল্যের পালক যুক্ত হতে যাচ্ছে, যা বছরের পর বছর প্রত্যাশা করে আসছিলেন এ অধিদপ্তরের আওতাভুক্ত বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী। সূত্র জানায়, বৃহস্পতিবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে এ বিষয়ে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে সক্ষম হয়। এরপর বরফ গলতে শুরু করে। বিধিমালাটি গেজেট আকারে প্রকাশের জন্য পরবর্তী ধাপের কাজ বেশ জোরেশোরে শুরু করেছে আইন মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা প্রত্যাশা...