বাংলাদেশে নিষেধাজ্ঞা ২২ দিন, পশ্চিমবঙ্গে ১১ দিন * এ দেশের জেলেরা যখন বসে থাকে, ভারতের জেলেরা তখন ইলিশ ধরে রুপালি ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এ সময়ে সাগরের নোনা পানি থেকে নদীর মিঠা পানিতে এসে ডিম ছাড়ে মা ইলিশ। ডিম ছেড়ে আবার সাগরেই ফিরে যায়। এই প্রজনন চক্র যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য সাগর, নদী ও মোহনায় মাছ ধরায় চলছে নিষেধাজ্ঞা। এ কারণে উপকূলের অন্যান্য এলাকার মতো পটুয়াখালীর রাঙ্গাবালীর মৎস্য ঘাটগুলোতেও নোঙর করা সারি সারি ট্রলার আর জালের স্তূপ। ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতেই নিষেধাজ্ঞা মেনে জেলেদের এই বিরতি। কিন্তু স্থানীয় জেলেরা উদ্বেগ প্রকাশ করে বলেন, যখন বাংলাদেশের জেলেরা নদী ও সাগর থেকে মুখ ফিরিয়ে ঘাটে বসে আছেন, তখন প্রতিবেশী দেশের জেলেরা এক সপ্তাহ পরই আবারও মাছ ধরতে সাগরে নামতে...