চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামের এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বড় উদাহরণ এবং এর সঙ্গে বিএনপি বা তাদের কোনো কর্মী জড়িত নয়।বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মদুনাঘাট ব্রিজসংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘর্ষে আব্দুল হাকিম নামের এক ব্যক্তি গুলিতে নিহত হন। এ রক্তাক্ত ঘটনা স্থানীয় জনমনে আতঙ্ক, উদ্বেগ ও ভীতির সৃষ্টি করেছে। বিবৃতিতে বিএনপি বলেছে, দেশে এখন অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজ করছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর...