জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ৮টি যুব সংগঠন। একই সঙ্গে জুলাই সনদ ঘোষণা ছাড়া জাতীয় নির্বাচন না করার আহ্বানও জানানো হয়েছে।মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই দাবি ও আহ্বান জানানো হয়। জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধসহ জাগপার ৭ দফা দাবির প্রেক্ষিত বিভিন্ন বন্ধুপ্রতীম যুব সংগঠনের সাথে যুব জাগপার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এস এম ওলীউল আনোয়ারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ ইলিয়াস হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফ, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম,...