স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন তাদের আন্দোলন স্থগিত করেছে। ফলে এখন থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। মঙ্গলবার (৭ অক্টোবর) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ডা. মো. আবু জাফর বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল, যার ফলে সারা দেশে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হয়। ডা. মো. আবু জাফর আরও বলেন, দুই দিনব্যাপী আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক আলোচনা শেষে তারা আন্দোলন স্থগিত করেছে। মহাপরিচালক বলেন, আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। আশা করি, সরকারি সিদ্ধান্তে আন্দোলনকারীরা তাঁদের যৌক্তিকতা ফিরে পাবেন। মহাপরিচালক আরও বলেন, স্বাস্থ্য খাত সাধারণ নাগরিকদের একটি মৌলিক অধিকার। এই খাতে রোগীদের জিম্মি করে আন্দোলন করা যাবে...