দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি বাংলা।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন কি না তা এখনও স্পষ্ট নয়। সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, তিনি সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন এবং অসুস্থতা নিয়ে ফিরে এসেছেন, তাকে যথাযথ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।কিন্তু… যদি তার স্বাস্থ্যের উন্নতি হয়, শরীর এলাও করে উনাকে, নিশ্চয়ই নির্বাচনে উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। সংবাদ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের।নিজের দেশে ফেরা নিয়ে তারেক রহমান বলেন, কিছু সংগত কারণে হয়ত ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়।ইনশআল্লাহ দ্রুতই ফিরে আসব।আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি তো আমার সর্বোচ্চ...