বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা প্রথম বোর্ড সভাতেই নিজেদের দায়িত্ব বুঝে পেয়েছেন। আগের বোর্ডে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম একই দায়িত্বে আছেন। ইফতেখার রহমান এক সময় আম্পায়ার্স কমিটির দায়িত্বে ছিলেন, পরে তাকে মিডিয়া কমিটিতে আনা হয়েছিল। ইফতেখার ফিরে গেছেন নিজের আগের কর্মস্থলে, মিডিয়া কমিটির দায়িত্বে নতুন মুখ আমজাদ হোসেন। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ওয়ার্কিং কমিটির দায়িত্ব নিজের হাতে রেখেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত ২৩ জনের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ২ জন, মোট ২৫ জন পরিচালক আগামী ৪ বছর চালাবেন বাংলাদেশের ক্রিকেট। নির্বাচনের রাতেই ‘উইকেট পতন’ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা ইশফাক আহসান সন্ধ্যায় মনোনীত হয়ে রাতেই পেয়ে যান বিদায়ের বার্তা। তার জায়গায় পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রুবাবা দৌলা। খুব স্বাভাবিকভাবেই...