মহাকাশের অন্ধকারে প্রতিনিয়ত ভেসে বেড়াচ্ছে অসংখ্য বিশাল পাথরখন্ড গ্রহাণু ও ধূমকেতু। তাদের মধ্যেই কোনো একটি হঠাৎই পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। এই নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব কল্পনা করুন, একটি স্টেডিয়াম-আকারের গ্রহাণু ঘণ্টায় প্রায় ৭০,০০০ কিলোমিটার গতিতে পৃথিবীর বায়ুম-লে প্রবেশ করছে। শব্দের প্রায় ৬০ গুণ বেগে তার আগমন, আর এর আঘাতে উন্মুক্ত হবে ৪,০০০ হিরোশিমা বোমার সমান ধ্বংসাত্মক শক্তি। মুহূর্তের মধ্যে লাখ লাখ জীবন নিশ্চিহ্ন হয়ে যাবে, আবহাওয়া পাল্টে যাবে, আর সভ্যতা ফিরে যাবে আদিম যুগে। এটি কোনো কল্পবিজ্ঞান নয় এটি খুবই বাস্তব একটি সম্ভাবনা। ২০১৯ সালে ‘ওকে’ (ok) নামের একটি ৩০-তলা ভবনের সমান গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছিল, কিন্তু তা শনাক্ত হয়েছিল পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার কয়কেদিন আগে। যদি এটি পৃিথবীর বুকে আছড়ে পড়ত, তীব্র বেগে আঘাত...