‘পীড়া’ শব্দটি বেশ সুপ্রচলিত ও সুপরিচিত। পীড়া বলতে বোঝায় জ্বালা যন্ত্রণা, কাউকে উত্ত্যক্ত করা। অনর্থক কষ্ট দেওয়া, ঝামেলায় ফেলা। এ জাতীয় অনেক কিছুকে এখন ছোট্ট করে বলি পীড়া। আধুনিক সভ্যতাতে আলোর পথ দেখানোর কথা বেশি। কিন্তু বাস্তবে উল্লিখিত বিষয়গুলো বেশি পীড়া দেয়। এ বিষয়ে লিখতে গেলে অনেক কথা মনে হয়। শুরুতেই বলি, বর্তমান বিশ্ব সামগ্রিক অবস্থার সঙ্গে যুক্ত। অস্থিরতা, আগ্রাসন, অবিচার, দুর্নীতি, বৈষম্য ও গুজবের সংস্কৃতি চলছে। সবলের দ্বারা দুর্বলের ওপর ক্রমাগত অত্যাচারের ইতিহাস রচনা হচ্ছে প্রতিদিন। বিশেষ করে ইসরায়েল গাজাতে যে মানবিকতার বিরুদ্ধে ক্রাইম ও নিরপরাধ বয়স্ক পুরুষ, নারী ও নাবালক শিশু হত্যা করছে বিগত দুই তিন বছর, তার ভয়াবহতা এবং নৃশংসতায় ক্রমান্বয়েই বিশ্বের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে, বর্তমান সভ্যতায় এক কথায় মানবতার বড় পীড়া ও রাষ্ট্রের নাম...