পরিবারে প্রতিনিয়ত সুখ-দুঃখ ও শান্তি-অশান্তির সমন্বয় ঘটে। আত্মিক প্রশান্তি, পারস্পরিক সম্পর্ক, নৈতিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক উন্নতির সঙ্গেও পরিবার দৃঢ়ভাবে জড়িয়ে থাকে। মানুষের মনে একটি স্বাভাবিক আকাক্সক্ষা থাকে, তার সংসারে যেন কল্যাণ নেমে আসে, অল্প জিনিসেই যেন তৃপ্তি ও শান্তি পাওয়া যায়। এই কল্যাণকেই ইসলামি পরিভাষায় বলা হয় বরকত। বরকত মানে কেবল সম্পদের প্রাচুর্য নয়, বরং অল্পতে সন্তুষ্টি, হৃদয়ের প্রশান্তি, জীবনের সৌন্দর্য ও সাফল্য। যে জিনিসে আল্লাহর সন্তুষ্টি নিহিত থাকে, সেটিই বরকতের আসল রূপ। আধুনিক জীবনের প্রতিযোগিতামূলক বাস্তবতায় আমরা প্রাচুর্যের পেছনে ছুটি, কিন্তু সেই প্রাচুর্য অনেক সময়েই প্রশান্তি এনে দিতে পারে না। অনেকেই অর্থ, ধন-সম্পদ, খ্যাতি ও বাহ্যিক সুখ পেলেও মনে শান্তি পান না। কারণ বরকত ছাড়া প্রাচুর্য মানুষকে তৃপ্তি দিতে পারে না। অন্যদিকে এমনও দেখা যায়, কারও জীবনে সামান্য জিনিস...