নওগাঁর সাপাহারে আম বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের পেট কাটা ও ধামইরহাটে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পৃথক পৃথক স্থানে এ দুটি ঘটনা ঘটে। সাপাহার উপজেলা সদর ইউনিয়নের লক্ষিপুর এলাকায় নির্জন আম বাগানের ভিতর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করে থানা পুলিশ। স্থানীয়দের ফোনে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান, ওই দিন দুপুরের দিকে এলাকার কতিপয় বালক লক্ষিপুর আমবাগানের ভিতরে অবস্থিত দরগাতলা নামক পুকুর পাড়ে ভেড়া ছাগল চড়াতে গিয়ে পুকুর পাড়ের নিচে আম বাগানের মধ্যে পেটের নাড়ীভুঁড়ি কাটা অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে তারা বাগান থেকে বেরিয়ে এসে লোকজনকে বিষয়টি জানালে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাপাহার...