মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ সকালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম আর খান বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন , প্রবীণরা সমাজের আলোকবর্তিকা—তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা তরুণ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রবীণ ব্যক্তিবর্গের...