রাত পোহালেই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মাগুরা পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক কাউন্সিল। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ তিন পদে একাধিক প্রার্থী সরাসরি ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতার কারনে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে মাগুরা পৌর এলাকার বিএনপির রাজনীতি। ভোটারদের কাছে ঘটছে পোস্টারে ফেস্টুনে ছেয়ে গেছে মাগুরা পৌর শহর ও শহরতলী । নির্বাচনী প্রচারনায় জেলা উপজেলা পর্যায়ের নেতা কর্মীরাও বসে নেই। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৭১ জন করে মোট ভোটার সংখ্যা ৬৩৯ জন। সভাপতি পদে বিএনপির দীর্ঘদিনের রাজপথের লড়াকু রাজনীতিক মাসুদ হাসান খান কিজিল আনারস প্রতীক এবং এক সময়ের ছাত্রনেতা আশরাফুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিজিল খান বলেন, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে কার্যকর নেতৃত্ব গড়ে তোলা এবং কর্মীবান্ধব জবাবদিহিতামূলক সংগঠন প্রতিষ্ঠাই তার লক্ষ্য।...