ইরানের হাতে কি সত্যিই চলে আসছে পরমাণুবাহী অস্ত্র? এই প্রশ্নটি হঠাৎ করেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে, ইরান তৈরি করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। নেতানিয়াহুর এই শঙ্কা ইসরাইলের জন্য বাস্তব হুমকি, নাকি এটি রাজনৈতিক নাটক—এই প্রশ্ন এখন তীব্রভাবে উত্থাপিত হচ্ছে। তবে কি ইরানের শক্তি মুসলিম বিশ্বের আশার প্রতীক হয়ে উঠছে? আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (ICBM) নিয়ে শঙ্কানেতানিয়াহুর এই বক্তব্য ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তৈরি হওয়া পূর্বের গুঞ্জনকে আরো স্পষ্ট করেছে। সম্প্রতি ইরানের পার্লামেন্ট সদস্য মহসেন জাঙ্গানেহ দাবি করেছিলেন যে, ইরান পরীক্ষা চালিয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম (ICBM) এর। নেতানিয়াহুর কণ্ঠেও সেই একই সুর ধ্বনিত হচ্ছে, যদিও সেই সুরের বেশিরভাগ অংশেই ভয় ও শঙ্কা জড়িত। যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য ইরান...