ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী আগামী কয়েক মাসের মধ্যে কাস্পিয়ান সাগরে নতুন কৌশলগত নৌ মহড়ার আয়োজন করতে যাচ্ছে। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শহরম ইরানি এই ঘোষণা দেন। ইরানি নৌবাহিনীর প্রধান জানান, "আমাদের সামনে একটি যৌথ নৌমহড়া রয়েছে যা শিগগিরই অনুষ্ঠিত হবে।" ইরানি নৌবাহিনী কাস্পিয়ান সাগরে তাদের উপস্থিতি জোরদার করতে গত দুই দশক ধরে নানা উদ্যোগ নিচ্ছে। ২০০০ সালের গোড়ার দিকে ইরান প্রথমবারের মতো এই সাগরে টহল জাহাজ মোতায়েন করে। ক্ষেপণাস্ত্র সজ্জিত নৌযানের ইতিহাসইরানের সাবেক নৌবাহিনী প্রধান ও বর্তমান সশস্ত্র বাহিনীর উপ-সমন্বয়কারী অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারী অতীত স্মরণ করে বলেন, ১৯৯৯ সালে ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে আমাদের নৌবাহিনীতে ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ নির্মাণের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় ২০০৩ সালে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নৌযান 'পেইকার' নর্দার্ন ফ্লিটে যোগ দেয়। এটি...