ওমান প্রবাসী চট্টগ্রামের মো. নাজিম উদ্দিন সিকদার (৪৫) বিমান থেকে নেমেই অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজিম উদ্দীন সিকদার চিকিৎসার উদ্দেশ্যে আজ ওমান থেকে বাংলাদেশে ফিরছিলেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নাজিম উদ্দীন সিকদার দীর্ঘদিন ধরে দুবাইতে বোরকার ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং সম্প্রতি তিনি ওমানেও বোরকার (গার্মেন্টস ফ্যাক্টরি) শুরু করেন। সেখানে বহু বাংলাদেশে কর্মরত। তার কর্মদক্ষতা, সততা ও আত্মনিবেদন তাকে কমিউনিটিতে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছিল। তিনি ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব পরিবারের একজন নিবেদিতপ্রাণ, সৎ ও উদ্যমী সদস্য। তার অকাল...