ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তির পর ইসরায়েল পুনরায় হামলা শুরু করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গাজা থেকে সব বন্দিদের মুক্তি দেয়ার পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করবে না, এ বিষয়ে আরব অংশীদারদের আপনি নিশ্চয়তা দিতে পারেন? জবাবে ট্রাম্প বলেন, প্রাথমিক নিশ্চয়তা হলো— যদি এই চুক্তি সম্পন্ন হয়, আর বর্তমানে আলোচনাও চলছে, তাহলে আমরা সম্ভাব্য সবকিছু করব। আমাদের হাতে যথেষ্ট ক্ষমতা আছে এবং আমরা তা প্রয়োগ করব যেন সবাই চুক্তি মেনে চলে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাকে কূটনৈতিকভাবে কাজে লাগানোর আহ্বান বহুদিন ধরেই জানিয়ে আসছেন মানবাধিকারকর্মীরা। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের যুদ্ধের খরচ প্রকল্পের হিসাব অনুযায়ী,...