বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। রক সংগীতের শক্তিশালী এই দলটির দলনেতা সুমনের অসুস্থতার মধ্যেও থেমে নেই দলটির অ্যাকটিভিটি। ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। অ্যালবামটি ওই সময় বিপুল সাড়া ফেলে সংগীত মহলে। প্রায় তিন বছরের মাথায় ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর বিশ্বব্যাপী মুক্তি এবং ভক্তদের জন্য একটি সিক্রেট লিসেনিং পার্টি ঘোষণা করা হলো এবার। এই সিক্যুয়ালটি অর্থহীন ব্যান্ড এবং তাদের সংগীতের জন্য এক নাটকীয় মোড় আনতে চলেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ‘ফিনিক্সের ডায়েরি ১’ বাংলা নতুন রক ঘরানাকে প্রতিষ্ঠা করেছিল, যা স্পটিফাই দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। অর্থহীনের নতুন অ্যালবামটি তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের গল্প তুলে ধরার পাশাপাশি সংগীতের সীমানা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অর্থহীন তাদের নতুন এই অ্যালবামের বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির তারিখ...