চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোটরসাইকেল করে আসা অস্ত্রধারীদের ছোড়া এলোপাতাড়িতে গুলিতে আবদুল হাকিম (৫২) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে প্রাইভেট কারে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম (৫২) রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং রাউজানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হন আবদুল হাকিম। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে দলীয় কোনো পদ ছিল না। নিহত আবদুল হাকিম ভেষজ পণ্যের ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মুহাম্মদ...