গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলীর ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহীদ আলীর ছেলে মো. শাহা (২৯)। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ অক্টোবর গভীর রাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনার ঘটে। এতে নারীসহ পাঁচজন আহত হন। দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪-১৫ জনের একটি ডাকাত দল গভীর রাতে প্রাইভেটকারটি ভাঙচুর ও যাত্রীদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৫ অক্টোবর যমুনা সেতু থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এশটি মামলা করে। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, এ অবস্থায় সোমবার সন্ধ্যায় মহাসড়কের কড্ডা মোড় ও সয়দাবাদ এলাকায়...