০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষকদের এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এ মহাসমাবেশের আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী আর্থিক নিরাপত্তাবেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব, ইনশা আল্লাহ। বেসরকারি শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ বেশ কিছু দাবির কথা জানিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির...