গাজায় যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে হামাসকে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই চুক্তি গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাবে বলে তিনি মনে করছেন। যদিও সেই পরিকল্পনা ইসরায়েলকে গাজার কিছু অংশে স্বল্প মেয়াদে অবস্থানের সুযোগ করে দেবে। ফলে এই চুক্তি শেষ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন থামিয়ে গাজায় শান্তি আনতে পারবে কিনা, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞ ও সমালোচকরা। কারণ হিসেবে তারা মনে করছেন, গত বছর এমন একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েলি বাহিনী। ফলে সেটি বেশি দিন টেকেনি। এখন নতুন শান্তি পরিকল্পনার মধ্যেও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান চলছে। যে কারণে এই চুক্তি আদতে যুদ্ধ থামাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। আর যদি ট্রাম্পের শান্তি পরিকল্পনা ভেস্তে যায়, তবে ইসরায়েল অভিযান আরও জোরদার করবে, যা...