জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওতাধীন টিএসসিতে রাউটার স্থাপন করেছে শাখা অধিকারের নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ অক্টোবার) রাতে রাউটার স্থাপনের কাজটি করে তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়তন ছোটো হওয়ায় শিক্ষার্থীদের আড্ডা দেওয়া, সময় কাটানোর অন্যতম একটি স্থান জবি সংলগ্ন টিএসসি। স্থানগত কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অবকাশ যাপনের এই স্থানে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়না। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র অধিকার কর্তৃক রাউটার স্থাপন করা হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে শাখা ছাত্র অধিকারে সভাপতি একেএম রাকিব দৈনিক জনকণ্ঠকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা।এখানে শিক্ষার্থীদের সচারাচর আড্ডা হয়।কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট এখানে সংযোগ পায়না।আর বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া একমুহূর্তে চলাচল অসম্ভব প্রায়।ফলে শিক্ষার্থীদের ভোগান্তি মাথায় রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এখানে একটা ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করেছি।...