দৃশ্যপট বদলে যায় গত বছর ৫ আগস্ট। গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র-জনতার আন্দোলন দমনে হাজারের বেশি মানুষ হত্যাসহ হাজার হাজার মানুষকে নির্যাতনের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। এসব মানবতাবিরোধী অপরাধ বিবেচনায় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার বিচার শেষ হচ্ছে কিছুদিনের মধ্যে। ট্রাইব্যুনালের সংশোধিত আইনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা ভবিষ্যতে নির্বাচনেও অযোগ্য হতে যাচ্ছেন। এ ছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজ শেষে চলতি বছরের শেষদিকে বিচার শুরু হতে পারে। প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা আশা করছেন, কয়েকটি অভিযোগের রায় নভেম্বরের মধ্যেই হতে পারে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল...