চীন থেকে ২.২ বিলিয়ন ডলার ব্যয়ে যুদ্ধবিমান কেনার বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’ একই প্রশ্ন দ্বিতীয়বার করা হলে তিনি প্রতি প্রশ্ন করে বলেন, ‘জানলেই কি সবকিছু বলতে হবে?’ গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম এবং ভারত থেকে চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সাংবাদিকরা জানতে চান, ‘এ সময়ে ফাইটার বিমান কেনার প্রয়োজন কেন?’ জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেটা তাদের ব্যাপার। তারা মূল্যায়ন করে কী করছে, আমরা সে বিষয়ে জড়িত নই। আমি শুধু অর্থের সংস্থানের সঙ্গে...