তুরস্ক বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের চতুর্থ বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, এবং তুরস্কের পক্ষে নেতৃত্ব দেন উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতিতে বলা হয়, উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি দুই দেশের গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক ঐক্য ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছে। বৈঠকে বাংলাদেশ তুরস্কের বিনিয়োগকারীদের আরও বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে তুরস্কের সহযোগিতা কামনা করেছে। উভয়পক্ষ বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করে প্রতিরক্ষা প্রশিক্ষণ ও...