নিষেধাজ্ঞা পুনর্বহলের পর ইরান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার কোনো পরিকল্পনা করছে না। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ কথা বলেছেন। আলোচনায় আগ্রহ নেই ইরানমুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করে জানিয়েছেন, এই পর্যায়ে আলোচনার জন্য ইরানের কোনো পরিকল্পনা নেই। বাকাই বলেছেন, ইরান আপাতত ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি কর্তৃক চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহালের পরিণাম ও প্রভাব পরীক্ষা করছে। ইসমাইল বাকাই জোর দিয়ে বলেন যে, "আলোচনা ও সমঝোতা একপাক্ষিক বিষয় নয়।" অথচ বারবার এবং প্রতিবার ইরানের ওপর যাবতীয় নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয় একপাক্ষিকভাবে। বাকাই উল্লেখ করেছেন, ইরান আলোচনা করতে চাইলেও ইরানকে একপেশে বা কোণঠাসা করে দিলে আলোচনার দ্বার আপনাআপনি বন্ধ হয়ে যায়। আইএইএ-এর সঙ্গে সহযোগিতা আর প্রাসঙ্গিক নয়গত সপ্তাহে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা...