সৌরজগতে প্রাণ খুঁজতে বিজ্ঞানীরা তাকিয়ে আছেন শনির উপগ্রহ ‘এনসেলাডাস’ এর দিকে। এই চাঁদটিতে শুধু পানিই নয়, প্রাণধারণের সমস্ত উপাদান—বিশেষ করে জৈব অণু—ও মিলেছে। তাই মহাকাশবিজ্ঞানী মহলে উচ্ছ্বাস ছড়াচ্ছে। এনসেলাডাস পৃথিবীর কাছাকাছি, সৌরসংসারের মধ্যম অংশে নয়—বরং শনির কক্ষপথে প্রদক্ষিণ করছে। এটি শনির অন্যতম গুরুত্বপূর্ণ উপগ্রহ হিসেবে পরিচিত। এর চেহারা তালশাঁসের মতো, অর্থাৎ পুরোপুরি পানিমগ্ন। ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাসার ‘ক্যাসিনি’ মহাকাশযান শনির চারপাশে প্রদক্ষিণ করে এনসেলাডাসের ছবি ও তথ্য সংগ্রহ করেছিল। বিশ্লেষণে জানা গেছে, চাঁদটির পুরু বরফের আচ্ছাদনের নীচে রয়েছে বিশাল, তরল মহাসাগর। দক্ষিণ মেরুতে বরফের ফাটল থেকে বের হতে দেখা গেছে জলীয় বাষ্প, যা অনেকটা ‘জলের ফোয়ারা’র মতো। এই বাষ্পের মধ্যে টুকরো টুকরো বরফের কণাও ছিল। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জল ও জৈব অণুর পাশাপাশি শক্তির উৎসও রয়েছে, যা...