ত্বকের যত্নের মতো দাঁতের যত্নও জরুরি। কিন্তু ধূমপান ও দৈনন্দিন অভ্যাসের কারণে অনেকের দাঁতে হলদে ছোপ দেখা দেয়। নামী ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহারে অনেক সময় কোনও ফল মিলেনা। ঘরোয়া কিছু সহজ উপায় মেনে চললে দাঁতের প্রাকৃতিক ঝলক ফিরানো সম্ভব। প্রতি দিন দাঁত ব্রাশ করার পরে এক টুকরো লেবু দিয়ে দাঁত ঘষুন। এতে দাঁত পরিষ্কার হবে এবং হলদে ভাব কমে যাবে। দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প লবণ নিয়ে দাঁতে ঘষুন। এতে দাঁতের গোড়া শক্ত হবে এবং রং ঝকঝকে হবে। দিনে দু’বার কলার খোসা নিয়ে ৫ মিনিট ধরে দাঁতে ঘষুন। এক সপ্তাহের মধ্যে রঙের পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনার টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ব্রাশ...