মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। মিশরের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ড যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। যদিও পরিস্থিতি এখনো সরাসরি সংঘাতে গড়ায়নি, তবে মিশরের নানা পদক্ষেপকে ইসরাইল গভীর উদ্বেগের চোখে দেখছে বলে মত দিয়েছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। সিনাই উপদ্বীপে সেনা সমাবেশ ও টানেল নির্মাণইসরাইলের সাবেক উপ-রাষ্ট্রদূত রুদ অভিযোগ করেছেন যে মিশর সিনাই উপদ্বীপে সেনা সমাবেশ, অস্ত্র মজুদ ও টানেল নির্মাণ করছে। তাঁর মতে, এই কার্যক্রম ১৯৭৯ সালের শান্তিচুক্তির সরাসরি লঙ্ঘন। তুরস্কের সঙ্গে মহড়া: রুদ বলেন, মিশর এককভাবে ইসরাইলকে আক্রমণ করবে না। তবে সম্প্রতি তুরস্কের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নেওয়া তাদের উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন তোলে। গত ১৩ বছরের মধ্যে এ প্রথমবার কায়রো ও আঙ্কারা যৌথ সামরিক মহড়ায় অংশ নিল। নতুন যুদ্ধ পরিস্থিতি: রুদ সতর্ক করেন যে দুটি মুসলিম দেশের এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যে নতুন...