মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে হামজা চৌধুরী, ডানে ভক্তদের সেলফির দাবি মেটান লেস্টার সিটি তারকা শুধু বাংলাদেশ নয়; দক্ষিণ এশিয়ার ফুটবলেরই সেরা তারকা হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই সুপারস্টারকে ঘিরে বাংলাদেশের ক্রীড়ামোদীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই ফুটবলে হংকং চায়নার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে ঢাকা এসে ঘাম ঝরানো অনুশীলন করে চলেছেন হামজা। মঙ্গলবার অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন, ‘আমি মেসি নই’।তারকাখ্যাতির দৃষ্টিকোণ থেকে লিওনেল মেসি যেমন আর্জেন্টিনার জন্য, অনেকের চোখে হামজা চৌধুরীও তেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তবে তাকে মেসির জায়গায় ভাবতে বারণ করেছেন হামজা। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার মনে করিয়ে দিলেন ফুটবলের মূল সূত্র- কোনো একজনের কাঁধে চড়ে নয়; দলীয় প্রচেষ্টাতেই আসবে সাফল্য। এশিয়ান বাছাইয়ের...