জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এবারই প্রথম সভাপতি পদে বাংলাদেশের কোনো প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ ‘সফট পাওয়ার হিসেবে বিশ্ব দরবারে অবস্থান দৃঢ় করেছে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন। এ সাফল্যে তিনি ‘গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে’ দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ইউনেস্কোর সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি সভাপতি পদে নির্বাচিত হলেন, যা দেশের কূটনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন। শিক্ষা উপদেষ্টা বলেন, ইউনেস্কোতে বাংলাদেশের সভাপতি পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক...