২০৬০ সালে পৃথিবী ধ্বংস হবে—এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন খ্যাতনামা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। প্রায় ৩০০ বছর আগে করা এই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায় এসেছে। তবে আধুনিক বিজ্ঞানীরা বলছেন, এটি নিছকই নিউটনের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক বিশ্লেষণভিত্তিক অনুমান, এর সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক প্রমাণের কোনো সম্পর্ক নেই। ১৭০৪ সালে লেখা এক চিঠিতে নিউটন পৃথিবীর শেষ সময় নিয়ে তার হিসাব তুলে ধরেন। গতি ও মধ্যাকর্ষণ সূত্রের উদ্ভাবক এই বিজ্ঞানী বাইবেলের ইতিহাস ও ধর্মগ্রন্থের উল্লেখিত সময়কাল বিশ্লেষণ করে অনুমান করেছিলেন যে, ২০৬০ সালে পৃথিবীর সমাপ্তি ঘটবে। কানাডার হ্যালিফ্যাক্সের কিংস কলেজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের অধ্যাপক স্টিফেন ডি. স্নোবেলেন বলেন, নিউটনের এই হিসাব ক্যালকুলাসের মতো জটিল কোনো সূত্রে নয়, বরং শিশুদের জন্য সহজ এমন প্রাথমিক পাটিগণিত ব্যবহার করেই করেছিলেন। তিনি বাইবেলের ‘দ্য বুক অফ ড্যানিয়েল’ অংশে...