ঢাকা: মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামে অগ্রসেনা, সত্য আর ন্যায়ের পথে অবিচল বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক ডকুমেন্টারিটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের (কবি রেজাউদ্দিন স্টালিন) সভাপতিত্বে বক্তব্য দেন শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন সভাপতির বক্তব্যে শহীদ আবরার ফাহাদ সম্পর্কে বলেন, যে দেশকে ভালোবাসে, যে দেশের মানুষকে ভালোবাসে সে আর ভীরু থাকে না, সে সাহসী হয়ে...