জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দেশ বা বিদেশে যে যা-ই বলুক, আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। কোনো কাঠামোতেই আওয়ামী লীগ আর ফিরবে না। আওয়ামী লীগ ফিরে আসা মানে গণ-অভ্যুত্থান মিথ্যা। এটা হবে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি।এটা কখনও হতে দেওয়া হবে না। কাউকে আর শেখ হাসিনা হতে দেওয়া হবে না। কোনো ফ্যাসিস্ট সরকার আর কায়েম হতে পারবে না।মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এনসিপির চাঁপাইনবাবগঞ্জের সমন্বয় সভাশেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।সম্প্রতি আলোচিত ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে সারজিস বলেন, আসলে সেফ এক্সিট বলে কিছু নেই। ধর্মে বিশ্বাস করলে, এমনকি মৃত্যুর পরও সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হয়। কোনোরকম বা যেন-তেন একটি নির্বাচন দিয়ে সরে যাবার কোনো সুযোগ কারো নেই। তা তিনি দেশেই থাকুন বা বিদেশেই...