আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ আরও অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার ফ্রেন্ডলি করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, তাই নির্বাচনী ব্যবস্থাকে নারী ও পুরুষ ভোটারদের জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নারী নেতাদের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, আগে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ কম ছিল, যা মূলত প্রত্যন্ত এলাকার ভোটারদের মধ্যে আগ্রহহীনতা এবং নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাহীনতার কারণে। এবার নারী ভোটারের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ৩০ লাখের পার্থক্য কমে দাঁড়িয়েছে ১৮ লাখে। তিনি বলেন, নারীরা রাত দেড়, দুইটায় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোটার নিবন্ধন করেছেন, যা একটি বিশাল অর্জন। এ প্রক্রিয়ার ফলে নারীদের মধ্যে নির্বাচন সম্পর্কে সচেতনতা...