জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বুধবার আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। গত রবিবার সর্বশেষ বৈঠকের পর আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আবারও এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমিশন মনে করছে ঐক্য তো হয়েই গেছে। সনদ বাস্তবায়নে গণভোটে একমত হয়ে রাজনৈতিক দলগুলো ও ঐকমত্য কমিশন সর্বশেষ বৈঠক শেষ করলেও আজ দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ তুলে নেওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসবে বলে জানা গেছে। নির্বাচনের দিন গণভোট না নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে তার ওপর আলোচনা হবে বলে সূত্র জানায়। আজকের বৈঠককে সামনে রেখে গত সোমবার জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সংসদ ভবনে নিজেদের মধ্যকার একটি বৈঠকে মিলিত হয়। সেখানে ‘নোট অব ডিসেন্ট’ তুলে নেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করে কমিশন। তাছাড়া, আজকের বৈঠক সামনে রেখে...