বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে একইসঙ্গে গণভোট নেওয়ার প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পাশাপাশি সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য পৃথক গণভোটের আয়োজন একটি জটিল প্রক্রিয়া বলে মনে করেন তারা। তারা বলেন, একটি বড় এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি যতটা ছাড় দিয়েছে আর ছাড় দেওয়া হবে না। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে।...