তবে চাপটাকে উপভোগে বদলে দিতে জানেন অভিজ্ঞ মিডফিল্ডার। সব চাপকে জয় করে তিনি চান মাঠে নিজেকে সেরা রূপে চেনাতে। নিজের ওপর আস্থাও অগাধ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে গোল করতে না পারার আক্ষেপ ভুলতে চান সামনের ম্যাচে সুযোগ কাজে লাগিয়ে। হামজা অবশ্য বেশি সময় আমি-তে থাকতে চাইলেন না। বরং আমরা-য় তার গভীর বিশ্বাস। তাই তো তিনি অনেক বেশি করে দলের। ৮ মাস আর তিন ম্যাচের অভিজ্ঞতায় দল নিয়ে একটা ব্যাখ্যাও দিয়েছেন হামজা, ‘আমার মনে হয় আমাদের পক্ষে আরও ভালো করার সুযোগ আছে। আমরা হয়তো অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে আছি। একটা তারুণ্য নির্ভর দল আমরা। ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে আমরা শক্তিশালী দল হব।’ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গেও একটা দারুণ সম্পর্কে গড়ে উঠেছে এর মধ্যে। কোচের পরিকল্পনায় অটল থাকতে পারলে সাফল্য মিলবে এই...