মানবতাবিরোধী অপরাধের মামলায় কারও বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হলেই তিনি আর কোনো ধরনের নির্বাচন করার যোগ্য হবেন না। এমনকি সরকারি চাকরিজীবী হলে সংশ্লিষ্ট পদে থাকার যোগ্যতা তিনি হারাবেন এমন বিধান সংযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে সংশোধনী আনা হয়েছে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। ফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ আরও অনেকেই নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। এর মাধ্যমে গত এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো আইনের সংশোধনী আনল অন্তর্বর্তী সরকার। এর আগে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ সংশোধন করে ২০ (সি) নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাবে গত ৪ সেপ্টেম্বর অনুমোদন দেয় অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ শিরোনামে আইনের ২০...